“মহিলা সাহাবি (রা.)” বইটির প্রথম অংশের লেখাঃ
সুপ্রাচীনকাল থেকেই নারী সমাজ ইসলাম প্রচার, প্রসার ও সভ্যতার বিকাশে রেখেছে অনন্য সাধারণ অবদান; যার স্বর্ণোজ্জল দৃষ্টান্ত রেখেছিলেন মহিলা সাহাবিগণ যাদের জীবনী পাঠ ও অনুসরণে আজও প্রতিষ্ঠিত হতে পারে সােনালী সমাজ। সেই মানসেই দুইশত বারােজন মহিলা সাহাবির অনুসরণীয় ও অনুকরণীয় জীবনী নিয়ে এ অনুবাদ গ্রন্থটির অবতারণা।
আশা করছি এ অনন্য সাধারণ গ্রন্থটি পাঠে, মহিলা সাহাবিগণ ইসলামী সমাজ বিনির্মাণে যে স্বর্ণোজ্জ্বল ভূমিকা রেখেছিলেন তা-উপলব্ধি করতে পারবেন। মুসলিম নারী সমাজ ইসলামী সমাজ বিনির্মাণের প্রচেষ্টায় পাবেন এক অনন্য স্পৃহা। পাশ্চাত্যের নারী প্রগতির অনুসরণের পরিবর্তে, ইসলামী আদর্শের অনুসরণে নারী সমাজ উপহার দিতে পারবে এক স্বর্গীয় শান্তিময় সমাজ।