গ্রন্থখানির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর হুযুখি আলোকপাত। আর তা পৃথক পৃথক অধ্যায়ে সন্নিবেশ করা। ভাষা ও ভাষার উদ্ভব, বাংলা ভাষার উৎপত্তি ও ক্রমবিকাশ, বাংলা সাহিত্যের অগ্রযাত্রা, বাংলাভাষা ও জাতিসত্তার পরিচয়, রাষ্ট্রভাষা আন্দোলনের প্রেক্ষাপট, বাংলাভাষা আন্দোলোনের সূচনা ও বিস্তৃতি, ভাষা আন্দোলনের বিস্ফোরণ পর্ব একুশের রক্তস্নাত সংগ্রাম, একুশ উত্তর বায়ান্নর ভাষা আন্দোলন, একুশে ফেব্রুয়ারির আন্তর্জাতিক মর্যাদলাভ ও অন্তর্জাতিক মাতৃভাষা দিবস, মফক্ষণ জেলা শহরসহ বিভিন্ন অফলে রাষ্ট্রভাষা আন্দোলন, রাষ্ট্রভাষা আন্দোলনের কালপঞ্জি এমন অনেক অধ্যায় এ গ্রন্থটিতে অন্তর্ভুক্ত রয়েছে। আমি আশা করি এ গ্রন্থটি শিক্ষার্থীসহ সবার জন্য মহান একুশই কেবল নয় সংশ্লিষ্ট আরও অনেক বিষয় সম্পর্কে জানার সুযোগ করে দেবে।