বঙ্গবন্ধু আমাদের কাছে মহামনবতুল্য। তার বৈপ্লবিক জাগরণ ও আন্দোলনে বাংলাদেশে স্বাধীন সত্তার অভ্যুদয় ঘটে। তিনি সর্বশ্রেষ্ঠ বাঙালি। বঙ্গবন্ধু বংশ পরিচিতি, শৈশব, কৈশোর, শিক্ষা, রাজনৈতিক জীবনের ইতিহাস সৃষ্টিকারী বিচিত্র ঘটনা, ভাষা আন্দোলন, ছয় দফা, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, জেল জীবন, মুক্তিযুদ্ধ, স্বদেশ প্রত্যাবর্তন, রাষ্ট্রপরিচালনা, রাষ্ট্রদর্শন, আন্তর্জাতিক খ্যাতি সম্মান অর্জন, মহাপ্রয়ান, অবদান, উপলব্ধি ও মহুমাত্রিক মূল্যায়নের উপর দেশ-বিদেশের খ্যাতনামা বুদ্ধিজীবী, রাজনৈতিক, লেখক ও গবেষকদের ১০০টি প্রবন্ধ ও নিবন্ধ গ্রন্থটিতে বর্ণিত হয়েছে যা তথ্যনিষ্ঠ এবং গবেষণালব্ধ সবার কাছে সমাদৃত হবে এমনটি প্রত্যাশা।