রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা যাকে চিনি বিশ্ব কবি নামে। কিন্তু তার বিচরণ যে সর্বময় সেই সর্বময় দিকের একটি দিক হলো আইনজীবী।
দুই দুইবার ব্যারিস্টারি পড়ার জন্য বিলেত গিয়েও ডিগ্রি শেষ না করে ফেরত এসেছেন রবীন্দ্রনাথ ঠাকুর; ব্যারিস্টার হওয়া হয়নি। কিন্তু তার সাহিত্য চিন্তা ও চরিত্রে আইন ও আইনজীবীরা এসেছেন নানাভাবে। এ সংখ্যাটি পড়লেই জানা যাবে বিস্তারিত……….