মারাকেশ থেকে কাশগড়,ইস্কান্দারিয়া থেকে সাইবেরিয়া সরান্দিব থেকে হলব পযর্ন্ত ছড়িয়ে থাকা মুসলিম দেশগুলোকে সাহায্যের জন্য আহ্বান জানাতে পারবে না তাদের মধ্যে কেউ কি তোমাদের সাহায্যে আসবে না! তোমরা যদি কাউকে নিজের সাহায্যের জন্য ডাকতে না পার,তাহলে সত্যও ন্যায়ের পতাকাবাহী হয়ে দুশমনের সামনে বখ পেতে দাঁড়িয়ে যাও শান্তিও মানবতার শ্লোগান তুলে দাঁড়িয়ে যা্ও সিকলিয়ার মুসলমানদের মাঝে শ্লোগান ছড়িয়ে দাও সিকলিয়াবাসিকে বলে দাও হে বদকিসমত কওম নারমানিরা পরিপূর্ন