“নবীজির মহব্বত” বইটির লেখকের কথা থেকে নেয়াঃ
বক্ষ্যমান বইতে নবীজির মহব্বতের উপর ১০০টি ঘটনা বা কাহিনী রয়েছে। প্রত্যেকটি ঘটনা-ই আকর্ষণীয় ও শিক্ষণীয়। বিভিন্ন উর্দুবাংলা গ্রন্থ হতে চয়ন করে আমরা এই সিরিজ সাজিয়েছি। আশা করি, এর প্রত্যেকটি ঘটনা পাঠক মহলকে আলােকিত করবে। যেকোনাে শ্ৰেণী ও বয়সের পাঠকের জন্য বইটি পাঠযােগ্য। ছােটবড়, নারী-পুরুষ সকলেই গ্রন্থটি পড়তে পারেন এবং পড়াটাই উচিত। কেননা, এতে এমন সব ঘটনা রয়েছে, যা নবীজিকে ভালবাসতে এবং তাঁর সুন্নতকে অনুসরণ করতে উদ্বুদ্ধ করে। আর নবীজিকে ভালবাসা এবং তাঁর সুন্নত পালন করা প্রত্যেক নারী ও পুরুষের জন্য জরুরি ও ঈমানের অংশ।