স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদ্বয় ও উন্নয়নের রূপকার বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমান। তিনি ১৯২০ সালের ১৭ই মার্চ গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায়
জন্মগ্রহণ করেন। ছোটোবেলায় বঙ্গবন্ধু ছিলেন খুবই দুরন্ত। নদীর পানিতে
হরহামেশা ঝাঁপ দেওয়া, বর্ষার কাঁদা পানিতে ভেজা, মেঠো পথের
ধুলোবালি গায়ে মাখা ছিল তাঁর দৈনন্দিন বিষয়। তাঁর ডাক নাম ছিল
খোকা। স্কুলের ছোটো-বড়ো সকলেই তাঁকে মিয়া ভাই বলে ডাকতো।
মুজিব ছিলেন নির্যাতিত, নিপীড়িত, শোষিত, বঞ্চিতদের নেতা ছিলেন
ছাত্রনেতা, প্রাদেশিক নেতা, জাতীয় নেতা, মহাকালের নেতা।
বাংলাদেশের স্বাধীনতা ও এ অঞ্চলের আপামর জনসাধারণের অধিকার প্রতিষ্ঠার জন্য বঙ্গবন্ধু যে দুঃখ-কষ্ট অত্যাচার নির্যাতন সহ্য করেছেন বিশ্বের ইতিহাসে তা এক অনন্য দৃষ্টান্ত হয়ে আছে। পাকিস্তানের ২৪ বছরের রাজনৈতিক জীবনে বঙ্গবন্ধু ১৮ বার কারাবরণ করে ১২ বছরে কারাভ্যন্তরে অন্তরীণ থেকে ২৪টি মামলা মোকাবিলা করেন। তাই বাংলাদেশের অস্তিত্বের সাথে তাঁর নাম মিশে আছে, থাকবেও অনন্ত কাল।