নানামাত্রিক জীবনের ঘ্রাণ আছে কিংবা আছে অদেখা জনপদের অলিগলি, কোথায় মেলে সেইসব অভিজ্ঞতা? তবে যেতে হয় যেখানে সেইসব গল্প আছে বিস্তৃত বর্ণনায়। নানান জনপদের নানান চরিত্রের মানুষের কথা ঝলমল করছে বিভিন্ন বিচ্ছিন্ন উপন্যাসে। আবার কখনও সেই জনপদ থেকে উঠে আসা মানুষেরা নাগরিক জীবন ছুঁয়েছে, কথা বলেছে অন্য স্বরে। তাদের জীবনের মানচিত্র হয়তো অন্যরকম। কেমন এই বিচিত্র ব্যাপার? কখনও গ্রামীণ আবার কখনও নাগরিক, বিভিন্ন প্রেক্ষাপটে লেখা এক ঝাঁপি উপন্যাসের সংগ্রহ ‘একসঙ্গে লুৎফর হাসান’।