প্রতিটি মানুষই তার গন্তব্যের শর্টকাট রাস্তা খুঁজে নিতে পছন্দ করে। যাতে করে সে তার গন্তব্যে দ্রুত পৌঁছে যায়। আছে কি কোন মুমিন, যে দ্রুত জান্নাতের সীমানায় পৌঁছাতে চায়! তবে তাদের জন্য বক্ষ্যমাণ বইটি হবে এক চমৎকার দিকনির্দেশনা।
হাসান বসরি রহ. বলেন – “প্রতিটি গন্তব্যের একটি সংক্ষিপ্ত পথ থাকে, জান্নাতের সংক্ষিপ্ত পথ হলো জিহাদ।”
ইবনে তাইমিয়া রহ. বলেন –
“যার গুনাহ বেশি হয়, তার শ্রেষ্ঠ প্রতিষেধক হলো জিহাদ।”
অাছে কি কোন পথিক, যে তার শেষ বিদায়ের সময়ও বলতে চায় –
‘কাবার রবের শপথ! আমি সফলকাম হয়েছি।’
তবে সংগ্রহ করুন বক্ষ্যমাণ বইটি। পড়ুন, জানুন আর চলুন আসমান জমিন বিস্তৃত জান্নাতের সীমানায়………।