ডানা

৳ 250.00

লেখক হাবিব আনিসুর রহমান
প্রকাশক অনন্যা
আইএসবিএন
(ISBN)
9789849613152
ভাষা বাংলা
পৃষ্ঠার সংখ্যা ১১২
সংস্কার 1st Published, 2022
দেশ বাংলাদেশ

রিনিকে দেখা যায়, খাঁচার পাশে দাঁড়িয়ে আছে সে, বন্দি পাখিটার সাথে কথা বলে। পাখিটার নাম কঙ্কণ, সে রিনির অতীত জানে। কঙ্কণ বলে, তুমি তো আমার মতোই বন্দি, তোমার নিজের কোনো স্বাধীনতা নেই, আমাকে মুক্ত করে দাও। রিনি বলে,আমি তোমাকে মুক্তি দিতে পারি না। এক রাতে কঙ্কণ তার হাজার হাজার অনুগামী পাখিদের নিয়ে আক্রমণ করে রিনির স্বামীকে, তাকে রক্তাক্ত করে। কঙ্কণ তার সাথীদের নিয়ে ডানা মেলে আকাশে। রিনিও বন্দি জীবন থেকে মুক্ত হতে চায়, সেও ডানা ঝাপটায়, কবে সে ডানা মেলবে আকাশে। রিনির জীবন মানেই প্রতিটা পলে পলে শুধু লড়াই যুদ্ধ! কখনো সেটা আশফাকের সাথে, কখনো এই সমাজের নষ্ট ভ্রষ্টদের সাথে। খাঁচা ভেঙে ডানা মেলতে পেরেছিল কি রিনি? বাংলা উপন্যাসের জগতে এমন আর একটি উপন্যাস আর লেখা হয়েছে কিনা আমাদের জানা নেই। সমকাল ঈদ সংখ্যা ২০২১- এ প্রকাশিত হয়েছিল ডানা উপন্যাসটি। উপন্যাসটিতে হাবিব আনিসুর রহমান চমৎকারভাবে জাদু বাস্তবতার প্রয়োগ করেছেন। পাঠ শুরু করলে পাঠক নিজেই সেটা বুঝতে পারবেন। অনন্যার প্রকাশক জনাব মনিরুল হকের সদিচ্ছাতেই বই আকারে প্রকাশিত হলো ডানা।

জন্ম ৬ জানুয়ারি ১৯৫৪ সাল, মেহেরপুরে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তারপর গবেষণাকর্মে আত্মনিয়ােগ করেন। ১৯৭৯ সালে পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষকতায় যােগদান করেন ।। দীর্ঘ ১০ বছর চট্টগ্রাম কলেজে ইতিহাসের প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে যথাক্রমে কুষ্টিয়া সরকারি কলেজ ও যশাের সরকারি এম এম কলেজে অধ্যাপনা করেন। ২০০৫ সালে প্রফেসর পদে পদোন্নতি পান। স্বেচ্ছাবসর নেওয়ার পর ঢাকায় বসবাস। শুরু করেন লেখালেখির সঙ্গে ঘরসংসার । প্রচুর লিখে চলেছেন। তার প্রকাশিত গ্রন্থগুলাে: গুলেনবারি সিনড্রোম ও অন্যান্য গল্প; অষ্টনাগ ষােলচিতি; পােড়ামাটির জিলাপি ও অন্যান্য গল্প; পক্ষি ও সারমেয় সমাচার। (উপন্যাস); পুষ্পরাজ সাহা লেন (উপন্যাস, শিখা। প্রকাশনী); আমাদের নতিপােতা গ্রামের ইতিহাস। (উপন্যাস); নেফারতিতি (উপন্যাস); কথা। উপকথা (উপন্যাস); রৌদ্র ও ত্রাতাগণ (মুক্তিযুদ্ধের উপন্যাস); বন্দিভুতের ফন্দি (কিশােরদের গল্প) ও। ছােটকু মােটকু (কিশােরদের গল্প)। হাবিব আনিসুর রহমান তার লেখায় একই সঙ্গে শােষণে শাসনে পর্যদস্ত গ্রামের প্রান্তিক জনগােষ্ঠীর। 'পােড়খাওয়া জীবন এবং পুঁজির ঔরসজাত কদর্যে। ভরা অসুস্থ উন্মাদ নাগরিক জীবনের ছবি এঁকে যান স্বেচ্ছায়, নিজ দায়িত্নে; তৈরি করেন অন্য এক। ভুবন যেখানে স্পষ্ট হয়ে ওঠে মানুষের জীবনের। প্রকৃত চিত্র। লেখালেখির জন্যে তিনি ২০১১ সালে। ‘জীবননগর সাহিত্য পরিষদ সম্মাননা' এবং ২০১৫। সালে ‘কাঙাল হরিনাথ মজুমদার’ পদকে ভূষিত। হন। তিনি ভালােবাসেন বই পড়তে, লিখতে আর। 'সেতার শুনতে। সময় পেলে মুভি দেখেন।


লেখক সম্পর্কে বিস্তারিত পড়ুন →
বই সম্পর্কে কোন জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাদেরকে জানান
শেয়ার করুন

লেখকের অন্য বইসমূহ

প্রকাশকের অন্য বইসমূহ