রিনিকে দেখা যায়, খাঁচার পাশে দাঁড়িয়ে আছে সে, বন্দি পাখিটার সাথে কথা বলে। পাখিটার নাম কঙ্কণ, সে রিনির অতীত জানে। কঙ্কণ বলে, তুমি তো আমার মতোই বন্দি, তোমার নিজের কোনো স্বাধীনতা নেই, আমাকে মুক্ত করে দাও। রিনি বলে,আমি তোমাকে মুক্তি দিতে পারি না। এক রাতে কঙ্কণ তার হাজার হাজার অনুগামী পাখিদের নিয়ে আক্রমণ করে রিনির স্বামীকে, তাকে রক্তাক্ত করে। কঙ্কণ তার সাথীদের নিয়ে ডানা মেলে আকাশে। রিনিও বন্দি জীবন থেকে মুক্ত হতে চায়, সেও ডানা ঝাপটায়, কবে সে ডানা মেলবে আকাশে। রিনির জীবন মানেই প্রতিটা পলে পলে শুধু লড়াই যুদ্ধ! কখনো সেটা আশফাকের সাথে, কখনো এই সমাজের নষ্ট ভ্রষ্টদের সাথে। খাঁচা ভেঙে ডানা মেলতে পেরেছিল কি রিনি? বাংলা উপন্যাসের জগতে এমন আর একটি উপন্যাস আর লেখা হয়েছে কিনা আমাদের জানা নেই। সমকাল ঈদ সংখ্যা ২০২১- এ প্রকাশিত হয়েছিল ডানা উপন্যাসটি। উপন্যাসটিতে হাবিব আনিসুর রহমান চমৎকারভাবে জাদু বাস্তবতার প্রয়োগ করেছেন। পাঠ শুরু করলে পাঠক নিজেই সেটা বুঝতে পারবেন। অনন্যার প্রকাশক জনাব মনিরুল হকের সদিচ্ছাতেই বই আকারে প্রকাশিত হলো ডানা।