‘বর্ণে শব্দে চিত্রে ফরিদপুর’ প্রকাশিত হলো ঐতিহ্যবাহী জনপদের তথ্য, আলোকচিত্র ও মানচিত্রের বর্ণিল সমাবেশ নিয়ে। এই গ্রন্থ কোনো ইতিহাসগ্রন্থ নয়, তথাপি বইটিতে মিলবে ইতিহাসের বহু মূল্যবান উপাদান। এতে রয়েছে ফরিদপুরে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, জাতীয় কবির ফরিদপুর আগমন, মাননীয় সংসদ সদস্য পরিচিতি, সোনালি আঁশ, পাখি, জনসংখ্যা, প্রয়াত বিশিষ্ট গুণিজন, কবি-সাহিত্যিক, ইতিহাসের সন্ধানে ফরিদপুর, কিছু দুর্লভ রেকর্ড, মানচিত্র এবং তথ্যকণিকা। সাথে আছে একগুচ্ছ আলোকচিত্র।