পূর্বদিকের জানালা গলে সূর্যের আলো চোখে পড়তেই মোহনার ঘুম ভেঙে যায়। প্রথমে সে বুঝতে পারে না কোথায় সে। আস্তে আস্তে মনে পড়ে সব। সে পঞ্চগড় এসেছে গতকাল বিকেলে সাদাতের দাদুবাড়িতে। এখনকার হাসপাতালে আজ সে জয়েন করবে। শুরু হবে তার ডাক্তারি জীবনের প্রথম দিনটি। পঞ্চগড় শুনে প্রথমে সে খুব ঘাবড়ে গিয়েছিল। পরে সহপাঠী সাদাত বলে তার দাদু ওখানে থাকেন। তোর কোন সমস্যা হবে না।