পুরুষ শ্লীলতাকে আমরা সমাজবদ্ধ পুরুষেরা শ্লীলতার কারাগার ভাবি। তা থেকে যতদিন মুক্ত না হতে পারি ততদিন উন্মাদ থাকি এই আশায় যে, কত তাড়াতাড়ি নষ্ট হতে পারব। সেই আমরাই আবার বিয়ে করতে চেয়ে খুঁজে ফিরি সতী-সাধ্বী অসূর্যস্পশ্যা নারী। আমরা এটা ভাবিনা, যে মেয়েগুলোকে নিয়ে আমরা নষ্ট হই তারা চান্দের দেশ থেকে আসেনা, তারা আমাদেরই আশেপাশের নারী। আমাদের ভেতরকার এই অন্তর্মুখী সংঘাত থেকেই এই উপন্যাসের গল্প এসেছে। কলঙ্কের অপবাদে জর্জরিত নারীর মর্মবেদনা উপন্যাসটির অন্তরীক্ষ জল পরিব্যাপ্ত করেছে, গল্প এগিয়ে গেছে।
বাক্যে কাব্যছন্দ নিয়ে সহজ ও প্রাঞ্জল উপস্থাপনার রসে গ্রন্থটি ভরে আছে। নিখাদ প্রেম ও ঘ্রাণমৌন পুরুষশ্লীলতা উপন্যাসটিকে অনন্য করেছে। এই উপন্যাস পড়ে অন্তত একটি জাড্য প্রাণেও যদি ভালোবাসা জাগে ইমরান কৃতার্থ হবে।