“অ্যালান পো-র গল্প” বইটির শেষের ফ্ল্যাপ-এর লেখাঃ
এডগার অ্যালান পাে-বিশ্বসাহিত্যের এক অবিস্মরণীয় নাম। তার হাত ধরে বেরিয়ে পড়ন, ধীরে ধীরে পৌছে যাবেন বিস্ময়কর এক কল্পনার জগতে। কিন্তু তাঁর গল্পের কী বর্ণনা দেয়া যাবে?
তার চেয়ে আপনারাই ঠিক করুন না-চোরাই চিঠির অনুসন্ধানে বেরিয়ে পড়বেন, নাকি মমির সাথে কথা বলবেন, আশার বংশের অবসানের সাক্ষী হয়ে থাকবেন, সেই লােকটাকে খুঁজবেন, কুয়ােয় ঝাপ দেবেন, ছবি দেখবেন, উইলিয়াম উইলসনের মতাে নিজেকে আবিষ্কার করবেন, শাহরাজাদের অকথিত কাহিনীর দিকে কান পাতবেন, ব্যাঙ-বাবাজীর খেলা দেখে আঁতকে উঠবেন, নাকি চুপিচুপি শুনবেন হৃৎপিণ্ডের শব্দ।