আমাদের সমাজে ছড়িয়ে—ছিটিয়ে আছে এমন অনেক আভা, শুভ, নোভা, বিভা, অভি, আর ইভা। ওদেরও অধিকার আছে সুন্দর জীবন পাওয়ার। সমাজে অবাঞ্চিত শিশু হিসাবে ঘুরে বেড়াচ্ছে এদিক—সেদিক। নাই শিক্ষা, নাই খাদ্য, নাই বাসস্থান, এইতো গেলো এক চিত্র। আবার অন্য এক চিত্র হল শফিক আর লুনার মতো অনেক দম্পতি আছেন যাদের কোনো সন্তান নাই। একটা সন্তানের জন্য হাহাকার করে কাটয়ে দিচ্ছেন পুরো জীবন। অথচ সমাজে এই দুই চিত্র যদি মিলে যায়। যদি নিঃসন্তান দম্পতিগুলো একটু এগিয়ে আসে সমাজের এই অবাঞ্ছিত শিশুদের দিকে তবে জীবনের গল্পগুলো অনেক সুন্দর হয়ে ওঠে, হয়ে ওঠে সব অসম্পূর্ণ জীবনগুলো সুন্দর পরিবারে পরিপূর্ণময়। এই গল্পে তেমনি এক অসম্পূর্ণ সংসার জীবনকে পরিপূর্ণরূপ দেওয়ার চেষ্টা চলেছে মাত্র। আমাদের সমাজে ছড়িয়ে—ছিটিয়ে আছে এমন অনেক আভা, শুভ, নোভা, বিভা, অভি, আর ইভা। ওদেরও অধিকার আছে সুন্দর জীবন পাওয়ার। সমাজে অবাঞ্চিত শিশু হিসাবে ঘুরে বেড়াচ্ছে এদিক—সেদিক। নাই শিক্ষা, নাই খাদ্য, নাই বাসস্থান, এইতো গেলো এক চিত্র। আবার অন্য এক চিত্র হল শফিক আর লুনার মতো অনেক দম্পতি আছেন যাদের কোনো সন্তান নাই। একটা সন্তানের জন্য হাহাকার করে কাটয়ে দিচ্ছেন পুরো জীবন। অথচ সমাজে এই দুই চিত্র যদি মিলে যায়। যদি নিঃসন্তান দম্পতিগুলো একটু এগিয়ে আসে সমাজের এই অবাঞ্ছিত শিশুদের দিকে তবে জীবনের গল্পগুলো অনেক সুন্দর হয়ে ওঠে, হয়ে ওঠে সব অসম্পূর্ণ জীবনগুলো সুন্দর পরিবারে পরিপূর্ণময়। এই গল্পে তেমনি এক অসম্পূর্ণ সংসার জীবনকে পরিপূর্ণরূপ দেওয়ার চেষ্টা চলেছে মাত্র।