কিছু মানুষের জীবনে এমন কিছু সত্য থাকে যা সে ইচ্ছে করলেই প্রকাশ করতে পারে না। আবার কারও ইচ্ছেই থাকে না তা প্রকাশ করার। মিথ্যার আড়ালেই চাপা পড়ে যায় অনেকের জীবনের অনেক সত্য।চাপা পড়ে থাকতে থাকতে চকচকে উজ্জ্বল সত্যটাও একসময় হয়ে যায় ধূসর। তেমনি কিছু সত্য লুকিয়ে আছে হৃদির জীবনে। তেমনি কিছু সত্য আজমল মিয়া নিজের মনের মধ্যে দাফন দিয়ে রেখেছেন আজীবনের জন্য। সেসব সত্যই উজ্জ্বলতা হারিয়ে হয়ে যাচ্ছে ক্রমশ ধূসর থেকে ধূসর…….।