ডাইনি বুড়ির গল্প ডাইনিদের ভােজসভায় যাবে বলে বেস নামের এক ডাইনি সাজগােজ করে তৈরি হচ্ছিল, কিন্তু তার । ঝাড়ুটা না পাওয়ায় রওনা দিতে পারছিল না। ওদিকে পেটুক ডাইনি এক কৃষকের দুপুরের খাবার খেয়ে। নাক ডেকে ঘুমােচ্ছিল। কৃষকের মেয়ে তাই দেখে দিয়েছে তাকে বকা! আরেক লােভী ডাইনি কৃষক জোনসের গােয়াল থেকে দুধ চুরি করে প্রতিদিন। ডাইনি বুড়ির গল্প বইটি এমনই মজার তিনটি গল্প। দিয়ে সাজানাে।