এক ছিল আনাড়ি রাজকুমার। সব কাজেই সে গণ্ডগােল পাকিয়ে ফেলত। আরেক ছিল সেজেগুজে থাকা রাজকুমারী, বিয়ের জন্য কোনাে পাত্রকেই সে পছন্দ করত না। এদিকে এক রাজকুমার ছিল খুব গরিব। সে রাখালের চাকরি নিয়ে ভেড়া চড়াত।। আরেক রাজকুমারের আচরণ এতই অদ্ভুত ছিল যে তার কোনাে বন্ধু ছিল না! রাজকুমার ও রাজকুমারীদের এমনই চারটি মজার গল্প নিয়ে এই বই।