রাজনীতি অপরাজনীতি ও জঙ্গিবাদ

৳ 600.00

লেখক ড. বদিউল আলম মজুমদার
প্রকাশক আগামী প্রকাশনী
আইএসবিএন
(ISBN)
9789840428373
ভাষা বাংলা
পৃষ্ঠার সংখ্যা ২৪৮
সংস্কার 1st published 2022
দেশ বাংলাদেশ

রাজনীতি নগর তথা রাষ্ট্র পরিচালনায় একটি সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি, যে সিদ্ধান্তে বহু মত ও পথের সংমিশ্রণ ঘটে। ঘটে এগুলোর মধ্যে পরিবর্তন, পরিবর্ধন, সংযোজন ও বিয়োজন। আর প্রক্রিয়াগত ও প্রাতিষ্ঠানিকভাবে ও সংমিশ্রণ এবং পরিবর্তন-পরিবর্ধনের মধ্য দিয়েই বৃহত্তর জনগোষ্ঠীর মতামত ও সম্মতির তথা গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠিত হওয়ার পথ সুগম হয়। গণতান্ত্রিক ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ হিসেবে তাই রাজনীতিকে ‘আর্ট অব কম্প্রোমাইজ’ বা সমঝোতার কলাকৌশলও বলা হয়। এই কৌশলের উৎকৃষ্টতম প্রয়োগ হয় তখনই, যখন মতপার্থক্য দ্বন্দ্ব-হানাহানির পরিবর্তে সমঝোতার রূপ নেয়। তবে যে প্রক্রিয়ায় পথ-পার্থক্য সমঝোতার পরিবর্তে অসহযোগিতা ও দ্বন্দ্ব-হানাহানিতে পরিণত হয়, তাকে রাজনীতির পরিবর্তে অপরাজনীতি বলাই শ্রেয়। এমন অপরাজনীতির কারণেই কারচুপির নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকার অপকৌশল আমরা লক্ষ করি। আমরা লক্ষ করি, সামাজিক অস্থিরতা ও সহিংস জঙ্গিবাদ এবং জঙ্গিবাদ দমনের রাজনীতি দমন। বর্তমান গ্রন্থে ইত্যাকার নানান বিষয়ই আলোচনা করা হয়েছে। আলোচনা করা হয়েছে অনেক সমসামিয়িক রাজনৈতিক বিষয়ে।

ড. বদিউল আলম মজুমদার একজন অর্থনীতিবিদ, স্থানীয় সরকার ও নির্বাচন বিশেষজ্ঞ এবং একজন উন্নয়নকর্মী । বর্ণাঢ্য কর্মময় জীবনের বর্তমান পর্যায়ে ‘দি হাঙ্গার প্রজেক্ট'-এর গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট ও কান্ট্রি ডিরেক্টর। এছাড়া তিনি নাগরিক সংগঠন 'সুজন-সুশাসনের জন্য নাগরিক’-এর প্রতিষ্ঠাতা সম্পাদক হিসেবে গণতান্ত্রিক অগ্রযাত্রাকে অব্যাহত ও অর্থবহ করার লক্ষ্যে অগ্রণী ভূমিকা পালন করে চলেছেন। একইসঙ্গে তিনি জাতীয় কন্যাশিশু অ্যাডভােকেসি ফোরাম’-এর প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ড. বদিউল আলম মজুমদার ১৯৪৬ সালে কুমিল্লা জেলার লাকসাম উপজেলায় জন্মগ্রহণ করেন। ছাত্র রাজনীতির সাথে যুক্ত থেকে তিনি ৬২'র শিক্ষা আন্দোলন, ৬৬'র ছয় দফা ও ঊনসত্তরের গণআন্দোলনে অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা রাখেন। ১৯৬৯-৭০ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তীতে স্কলারশিপ নিয়ে তিনি উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে গমন করেন। ড. বদিউল আলম মজুমদার 'ক্ল্যারমন্ট গ্র্যাজুয়েট স্কুল থেকে মাস্টার্স এবং কেইস। ওয়েস্টার্ন রিজার্ভ ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন। এরপর তিনি ১৯৭৭ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়াটোল ইউনিভার্সিটি, সেন্ট্রাল ওয়াশিংটন ইউনিভার্সিটি ও ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটিতে অধ্যাপনা করেন । এছাড়া তিনি মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা'-তেও দায়িত্ব পালন করেন । ১৯৯১ সালে ড.

বদিউল আলম মজুমদার দেশে ফিরে আসেন। দেশে ফিরে তিনি সুশাসন প্রতিষ্ঠা এবং ক্ষুধামুক্ত, আত্মনির্ভরশীল। বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে ‘দি হাঙ্গার প্রজেক্ট’ ও ‘সুজন’-এর সাথে যুক্ত থেকে নিরলসভাবে কাজ করে চলেছেন। বদিউল আলম মজুমদার বাংলাদেশের বহুল পরিচিত একটি নাম । তিনি জাতীয় দৈনিকগুলােতে নিয়মিত কলাম লিখে থাকেন, টেলিভিশন টক শাে’-তে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে অংশগ্রহণ করেন এবং সম-সাময়িক বিষয়ে গণমাধ্যমে মতামত প্রকাশ। করেন। ইতিমধ্যে ড. বদিউল আলম মজুমদারের নয়টি গ্রন্থ এবং তাঁর সম্পাদনায় আরও চারটি গ্রন্থ প্রকাশিত হয়েছে ।


লেখক সম্পর্কে বিস্তারিত পড়ুন →
বই সম্পর্কে কোন জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাদেরকে জানান
শেয়ার করুন

লেখকের অন্য বইসমূহ

প্রকাশকের অন্য বইসমূহ