“এটি একটি অত্যন্ত আনন্দের বিষয় যে, দশম জাতীয় সংদস নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের হলফনামায় প্রদত্ত তথ্যের বিশ্লেষণ এবং প্রার্থীদের মধ্যে যাঁরা ২০০৮ সালে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তাঁদের তথ্যের তুলনামূলক বিশ্লেষণ নিয়ে সুজন-এর উদ্যোগে একটি বই প্রকাশিত হতে যাচ্ছে। এর আগে সুজন-এর উদ্যোগে নবম জাতীয় সংসদ (২০০৮) ও তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচনে (২০০৯) প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের তথ্যের বিশ্লেষণ নিয়ে দুটি বই প্রকাশ করা হয়। দশম জাতীয় সংসদ নির্বাচনটি একতরফা হলেও এতে অন্তর্ভুক্ত তথ্যগুলো ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। তথ্যগুলো ভবিষ্যতে গবেষকেরা কাজে লাগাতে পারবেন। অনুসন্ধানী প্রতিবেদন তৈরির জন্য তথ্যগুলো গণমাধ্যমেরও কাজে লাগবে। বাংলাদেশের নির্বাচন-প্রক্রিয়া তথা রাজনীতির সঙ্গে জড়িত ব্যক্তিরা তথ্যগুলোকে রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারবেন। এছাড়া রাজনৈতিক দলগুলোও তাদের সম্ভাব্য প্রার্থীদের ডেটাবেজ তৈরিতে প্রকাশনাটির সহায়তা নিতে পারে। স্বার্থসংশ্লিষ্ট এসব ব্যক্তির প্রকাশনাটি কাজে লাগলেই সুজন-এর বই প্রচেষ্টাকে সফল বলে মনে করবো।” -ড. এটিএম শামসুল হুদা সাবেক প্রধান নির্বাচন কমিশনার বাংলাদেশ নির্বাচন কমিশন