প্রাচীন সভ্যতার সূতিকাগার মিশরের রয়েছে ৭০০০ বছরের গৌরবময় ইতিহাস। নীলনদের অদূরে গড়ে ওঠা প্রাচীন পৃথিবীর সুউচ্চ শৃঙ্গ পিরামিড, পুরনো ধর্মশালা আর সাড়ে চার হাজার বছর আগের মানুষের অবিকল দেহের মমি মিশরীয় সভ্যতার অন্যতম স্মারক হিসেবে আজও জাজ্বল্যমান। পৃথিবীতে মানুষের সঙ্ঘবদ্ধ অবস্থান ও বসবাসের সুলুক-সন্ধানের জন্য ইতিহাসবিদ, প্রত্নতাত্ত্বিক, গবেষক ও রহস্য-অনুরাগী পর্যটকদের পছন্দের শীর্ষে আজও মিশর।