মুক্তিযুদ্ধের কিশোর গল্পের প্রতি রয়েছে আমাদের সব বয়সী পাঠকের বিশেষ আকর্ষণ। তবে, লেখকদের মূল লক্ষ্য নতুন প্রজন্ম, যারা আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব দেবে। এই নতুন প্রজন্মকে যদি মুক্তিযুদ্ধের সঠিক ভাবধারায় আলোকিত করা যায়, তাহলে আগামী দিনের বাংলাদেশ সঠিক পথে হাঁটবে, পথ হারাবে না শত অন্ধকারেও। এই চিন্তা মাথায় রেখেই আমাদের শিশু-কিশোর সাহিত্যিকরা নিরন্তর সৃষ্টিশীল। নানা প্রকরণে মুক্তিযুদ্ধ সাহিত্যে বাঙ্ময় হলেও গল্পের প্রতি রয়েছে শিশু-কিশোর পাঠকদের বিশেষ ঝোঁক। অনেক লেখকের মুক্তিযুদ্ধ-বিষয়ক কিশোর গল্প এদেশে বিচ্ছিন্নভাবে পাওয়া যায়। একসঙ্গে পেতে বিস্তর খোঁজাখুঁজি করে গলদঘর্ম হতে হয়। এই ভাবনা থেকেই মুক্তিযুদ্ধের কিশোর গল্পসংগ্রহ’ সম্পাদনা করার তাগিদ অনুভব করি। লক্ষ্য, শিশু-কিশোর পাঠকদের হাতে বাংলা ভাষার পাঠকনন্দিত লেখকদের মহার্ঘ গল্পগুলো একসঙ্গে তুলে দেওয়া।