রবীন্দ্র-উত্তর বাংলা কবিতার প্রধান কালপুরুষ জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশের কবিতা যেমন পাঠককে নিয়ে যায় অতিন্দ্রীয় ভাবনালোকে–তেমনি উজ্জীবিত করে নান্দনিক বোধে। সময়ের অতিক্রমণের সঙ্গে সঙ্গে জীবনানন্দ দাশের কবিতা হয়ে উঠছে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর। জীবনানন্দ দাশের কবিতার অনেক পঙক্তি এখন মুখে মুখে প্রচলিত। শিখা চৌধুরী জীবনানন্দ দাশের কবিতার ‘প্রিয় পঙক্তি’ গুলোকে গ্রন্থাকারে সম্পাদনা করেছেন। উদ্দেশ্যে, জীবনানন্দ দাশের ‘প্রিয় পঙক্তি’ গুলো একসঙ্গে পাঠকের হাতে তুলে দেয়া। নিঃসন্দেহে শিখা চৌধুরীর সম্পাদনায় জীবনানন্দ দাশের কবিতার ‘প্রিয় পঙক্তি’ গ্রন্থটি একটি মহার্ঘ কাজ।