মানবতাবাদী হয়ে কেউ জন্মগ্রহণ করে না। পারিপার্শি¦কতা ও স্বীয় ধর্মের প্রতি অনুরাগ ও অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ থেকে একজন ‘মানুষ’ আশরাফুল মাখলুকাত’ (সৃষ্টির সেরা) নামে অভিহিত হয়ে উঠতে পারেন। -ইসলাম : শান্তির লক্ষ্যে আল্লাহতে পূর্ণ সমর্পণ
ঠাকুর-মা আমার আপনার। কেমন আপনার? যেমন সন্তান-এর সঙ্গে মা-বাবার সম্পর্ক। শ্রদ্ধা, ভয়, ভরসা, ভালোবাসা- সব নিয়ে বসে থাকি তাঁদের পায়ের কাছে, কিংবা মুখ রেখে থাকি বুকের মধ্যে। -বড় আকিঞ্চন তোমা লাগি
সেই সদা স্নিগ্ধ মা আমার, শেষ মুহূর্তেও ঠিকই তাঁর ‘খুকী’কে বললেন- “এই আমি যদি অপারেশনের পর ফিরে না আসি, দুঃখ করো না, তুমি শ্রীমাকে ভালোবাস, তাঁকেই ধরে থেকো, এই আমি নশ্বর তিনি অবিনশ্বর।” স্ট্রেচারে উঠে বসবার মুহূর্তে বললেন, “প্রাত্যহিক নামাজ কখনো বাদ যেন না পড়ে, আল্লাহকে কোন অবস্থাতেই ছাড়বে না।” -হৃদয় মাঝে অভয় বাজে
সর্বকালের এক উদাত্তকণ্ঠ বীর যোদ্ধা, তাঁর বাণীতে শক্তি, জীবনাচরণে ভক্তি এবং দারিদ্র্য-পীড়িত দেশ মাতৃকার জন্য নিবেদিতপ্রাণ এক কর্মী। তিনি গেরুয়াধারী কিন্তু কুসংস্কার বিহীন, তিনি মুণ্ডিত মস্তক যোগী সন্ন্যাসী কিন্তু সর্বধর্মের প্রতি অনুরাগী, তিনি নিজ কালের এবং সর্বকালের। -বিবেকানন্দের পত্রাবলি : স্বদেশ, ধর্ম, মানবতা