রাশেদ চৌধুরী প্রণীত ‘ভূমি থেকে আকাশ আমার করায়ত্ত’ বিশ শব্দের গল্পগ্রন্থ। এই গ্রন্থটি করোনার সময়ে আবির্ভূত বিশ শব্দের গল্প ধারায় লিখিত। বিশ শব্দের লিখিত হলেও গল্পসমূহ মানুষেকে ভাবাবে, চেতনায় আঘাত করতে পারে। গ্রন্থটি সব পাঠকের প্রত্যাশা পূরণে সক্ষম হবে এমনটাই প্রত্যাশা।