‘ভিন্ন’ করার তাগিদ বুদ্ধিধারী সম্প্রদায় নিত্য অনুভব করলেও নব্য ঘটনাটি আদতে আরও অসংখ্য পূর্ববর্তী ঘটনার পোশাক পরে আসে। এই অনুকরণ ভালো বা মন্দের ঊর্ধ্বে একটা প্যাটার্ন মাত্র। অনুকরণ প্রবাহে কিছু ঘটনা বা প্যাটার্ন চমকিত এবং আশ্চর্যান্বিত করে। এই চমকের কারণ আল্টিমেট প্যাটার্ন তার চেহারা থেকে জন্মচিহ্ন লোপ ও রূপান্তর করে আসে। ফলে ঘটনাটিকে নতুন নামে ডাকতে আনন্দ হয়। এই ভিন্নতা ও নতুনত্ব স”ষ্টি আনন্দকে প্রলম্বিত করে। একই সাথে আহ্বান করে অঘোষিত এক অনিবার্য প্রতিযোগিতা। যারা অস্বীকার করে আসছে তাদের সমস্ত জিনেটিক অভিযোজন। এমন অজস্র ঘটনা বা আরাধ্য রাশির বিপুল ভাণ্ডার বর্তমান সংকলনটি।
একুশ শতকের দ্বিতীয় দশকের বাংলা কবিতা কতটা বহুমাত্রিকতা পেল, কতটা তার পূর্ববর্তী ধারাকে অস্বীকার করে নিজের কণ্ঠ ও শরীরী সৌষ্ঠব নিয়ে দাঁড়াতে পারলÑএমন অজস্র প্রশ্নের সম্ভাব্য ও গ্রহণযোগ্য উত্তরমালার হ্যান্ডবুক এই সংকলন। এটি কবিতাকর্মীদের পাশাপাশি আবহমান বাংলা কবিতার প্রকৃত পাঠকের চাহিদা, তৃষ্ণা ও কৌতূহল সম্পূর্ণভাবে মেটাবে বলে বিশ্বাস করি।