রাতে সবাই ঘুম। রুবিনা বেগম ভাবল, দেখি নিলয় যা বলে সত্যি কিনা। রাতে আসে মানে কী? রাত তখন প্রায় ২.৪৮ মিনিট। রুবিনা বেগম উঠে আস্তে আস্তে নিলয়ের শোবার রুমের দিকে এগিয়ে যায়। দরজাটা ফাঁক ছিল। রুবিনা বেগম নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। স্টাডি টেবিল ছাড়া প্রায় ঘরে নীলচে সাদা আলো ছড়িয়ে অদ্ভুত পরিবেশ সৃষ্টি করেছে। আলোগুলো জ্বলছে আর নিভছে।