বঙ্গবন্ধুর কারাজীবনের শুরু গোপালগঞ্জে সেই ১৯৩৮ খ্রিস্টাব্দে। শেষবারের মত কারাগারে যান পাকিস্তানের মিয়ানওয়ালি’তে ১৯৭১ সালে।
বঙ্গবন্ধু, জীবনের একটি বড় সময় কাটিয়েছেন কারাগারে। নিজেও লিখেছেন অনন্যসাধারণ স্মৃতিকথা ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’। তিন হাজারের বেশি দিন ও রাত্রি কেটেছে কারাগারে। কিন্তু কোনদিন আপোষ করেননি, ছিনিয়ে এনেছেন স্বাধীনতার সূর্য, দিয়েছেন একটি স্বাধীন দেশ ও পতাকা।