আমি জন্মাতে চেয়েছিলাম- এই দেশে; এই শ্যামল বাংলায় ফুল-পাখিদের সাথে মিশে, মাটি আর মানুষের কোলজুড়ে কুড়োতে চেয়েছিলাম আলো; চেয়েছিলাম আকাশের মতন উদার আর অবারিত হতে। পরিযায়ী পাখিদের ধরনে উড়বার স্বাধীনতা ছিলো স্বপ্নে; জাগরণে প্রেম- অনিকেত কিন্তু আমার জন্মের অনেক আগেই নিহত হলেন- পিতা এমন কোনো গর্ভ খুঁজে পেলাম না, যেখানে পিতৃত্ব ছাড়াই প্রসূত হতে পারে কর্ণ, নিকোলাস কিংবা ইন্দ্রজিতের ভ্রমণ এমন কোনো মহাভারত নেই, যেখানে দক্ষিণা ব্যতিরেকে দিগি¦জয়ী হতে পারে একলব্য; ভয়ঙ্কর পণ ভিন্ন ভীষ্ম। এমন কোনো কলোনি নেই, যেখানে নেরুদার কবিতা হাতে নির্ভয়ে ঘুরে বেড়াতে পারে চে’; অনিবার হাসতে পারে চারু আমি জন্মাতে চেয়েছিলাম- এই মাটিতে, অপার পৃথিবীতে কিন্তু তোমার কারণে- হে প্রমত্তা অসূয়া, তোমারই কারণে আমার আর জন্মানোই হলো না; বুঝি- হবেও না কোনোদিন। [পরমের জন্মকথা]