গালিভার নামের এক লোক গিয়ে পড়ল আজব এক দেশে! সেই দেশের মানুষেরা একবারে এইটুকুন। লম্বায় মাত্র কয়েক ইঞ্চি! আজব সেই দেশে গালিভার এবং লিলিপুটের মধ্যে ঘটেছিল মজার সব ঘটনা। সেসব ঘটনা গালিভার’স ট্রাভেলস বইতে তুলে এনেছেন লেখক জোনাথন সুইফট।
১৭২৬ সালের ২৮শে অক্টোবর গালিভার’স ট্রাভেলস প্রকাশের পর হৈচৈ পড়ে যায় ইউরোপে। সাত দিনের মাথায় শেষ হয়ে যায় এর প্রথম মুদ্রণ। ব্যাপক জনপ্রিয়তার কারণে এই বই কখনও আউট অফ প্রিন্ট হয়নি। তাই প্রকাশের এতো বছর পরও বইটি অনুবাদ হয়। হয়তো আরও হবে। অসংখ্যবার। কথা না বাড়িয়ে চলো ঢুকে পড়ি ছোট্ট মানুষদের আজব দেশে…