“দ্য পার্ল (পুরস্কারপ্রাপ্ত লেখকদের বই)” বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ
১৯৪৫ সালে প্রকাশিত স্টেইনব্যাকের বিখ্যাত উপন্যাস ‘The Pearl’ একটি মেক্সিকান উপকথাকে কেন্দ্র করে রচিত। উপন্যাসটির মূল পটভূমি সমুদ্রের তীরে বসবাসরত একদল মুক্তা আহরণকারী জেলে পরিবারকে কেন্দ্র করে রচিত হয়েছে। যে পরিবারটি যুগ যুগ ধরে পুরুষ পরম্পরায় একই কাজ করে আসছে। মানুষের প্রতি তীব্র দরদ ও মমত্ববােধ নিয়ে স্টেইনব্যাক তার অন্যান্য যেসব উপন্যাস রচনা করেছেন এই উপন্যাসটিতে তার ব্যতিক্রম ঘটেনি। উপন্যাসটিতে তিনি শ্রেণী বৈষম্যের রুঢ় বাস্তবতাকে ফুটিয়ে তুলেছেন এবং সাথে সাথে পুঁজিবাদী প্রতারক ব্যবসায়ী সম্প্রদায়ের কাছে কীভাবে একদল নিরীহ জেলে শ্রমিক যুগ যুগ ধরে প্রতারিত হয়ে আসছে সেই নির্মম চিত্র আঁকার চেষ্টা করেছেন। জন স্টেইনব্যাক কখনাে প্রান্তিক মানুষকে ছেড়ে যাননি। এই উপন্যাসটিতেও প্রান্তিক মানুষদের নিয়ে তার তীব্র সহমর্মিতা আর বেদনাবােধ প্রকাশ পেয়েছে।