মানুষের জন্যে কবিতা

৳ 300.00

লেখক অক্টাভিও পাজ
প্রকাশক জোনাকী প্রকাশনী
আইএসবিএন
(ISBN)
9849007173
ভাষা বাংলা
পৃষ্ঠার সংখ্যা ২৮৮
সংস্কার 9th Expanded Edition, 2012
দেশ বাংলাদেশ

নােবেল বিজয়ী কবি অক্টাভিও পাজ। প্রথম জীবনের বিপ্লবী ও পরে কবি, প্রাবন্ধিক ও অনুবাদক হিসেবে যারা বিশ্বে সুনাম কুড়িয়েছেন। অন্যায়ের সাথে আপষ করেননি কখনাে। কবি হিসেবে, মানুষ হিসেবে পাজের তুলনা মেলা ভার। প্রচুর লিখেছেন। বাংলাদেশের কবিতাপ্রেমি পাঠকও পাজের লেখার সাথে পরিচিত। পাজের কিছু বাছাই করা কবিতা নিয়ে প্রকাশিত হচ্ছে এ কবিতা সংকলন। কবিতাগুলাে বিভিন্নভাবে সংগৃহীত হয়েছে। কিছু ইন্টারনেট থেকে নেয়া হয়েছে। কিছু দেশি-বিদেশি বই-পত্রিকার সহায়তা নেয়া হয়েছে। সংগ্রহ ও অনুবাদে সহায়তা করেছেন রাকীবুর রহমান, আল আমীন খান, রেজওয়ানউজ্জামান রাজীবসহ অনেকে। তাদের সবার কাছে। আমি কৃতজ্ঞ। ‘ প্রকাশনার ব্যাপারে প্রকাশক মাে. মঞ্জুর হােসেনের অবদান অনেকখানি। তার আগ্রহে প্রকাশনা তরান্বিত হয়েছে বলা যায়। আমার স্ত্রী অধ্যাপিকা শাহানা পারভীন লাভলী এবং দু’কন্যা ঋদ্ধি ও ঋতির সহযােগিতাও কম ছিল না। সর্বোপরি সবার সার্বিক সহায়তার ফসল এ সংকলন। আশা করি সংকলনটি সবার ভাল লাগবে। আর ভাল লাগলেই আমাদের সবার শ্রম সার্থক হবে।

অক্তাভিও পাজ : জন্ম, মেক্সিকো সিটি, ১৯১৪। পিতামহ ছিলেন একজন প্রখ্যাত উদার বুদ্ধিজীবী এবং সুস্পষ্টভাবে ভারতীয় ভাবধারার প্রথম লেখকদের মধ্যে একজন। পিতামহের মতাে বাবাও ছিলেন সক্রিয় রাজনৈতিক সাংবাদিক। পিতামহের বিশাল লাইব্রেরি পাজ-কে একেবারে শুরু থেকে সাহিত্যের সংস্পর্শ নিয়ে আসে। লেখালেখির শুরু অল্প বয়সে। ১৯৩৭ সালে স্পেনের ভ্যালেন্সিয়ায় ফ্যাসিবাদ বিরােধী দ্বিতীয় আন্তর্জাতিক লেখক সম্মেলনে যােগ দেন। ১৯৩৮ সালে ‘টলার’ (কর্ম শিবির) নামের একটি জর্নালের প্রতিষ্ঠাতাদের একজনে পরিণত হন, যেটা মেক্সিকোতে লেখকদের একটি নতুন প্রজন্ম এবং একটি নতুন সাহিত্যিক সংবেদনশীলতার ইঙ্গিত দেয়।। ' ১৯৪৩ সালে তিনি জাজ্ঞেনহেইম বিদ্বৎ সমিতির সদস্যপদ লাভের মাধ্যমে যুক্তরাষ্ট্রে গমন করেন এবং সেখানে অ্যাংলাে-আমেরিকান আধুনিকতাবাদী কবিতায় নিমগ্ন হন। দুই বছর পরে কূটনীতিকের চাকরি নিয়ে প্যারিসে প্রেরিত হন ; সেখানে, মেক্সিকান স্বরূপতার ওপর গবেষণা গ্রন্থ “দি ল্যাবিরিন্থ অব সলিসিউড’ লেখেন এবং সক্রিয়ভাবে সুররিয়ালিস্টদের দ্বারা পরিচালিত বিবিধ কর্মকাণ্ড এবং প্রকাশনার সঙ্গে জড়িত হন। ১৯৬২-তে ভারতে মেক্সিকোর দূত হিসেবে নিয়ােজিত হন। সেটা কবির জীবন ও কাজের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, “দি গ্রামারিয়ান ম্যাংকি’ এবং “ইস্ট শ্লোপ'-এর মতাে গুরুত্বপূর্ণ কাজসহ অন্য কাজগুলাে সেটার সাক্ষ্য বহন করে। ১৯৬৮-তে ছাত্র বিদ্রোহের ওপর মেক্সিকো সরকারের রক্তাক্ত দমননীতির প্রতিবাদে কুটনীতিকের চাকরিতে ইস্তফা দেন। তারপর থেকে একজন সম্পাদক এবং প্রকাশক হিসেবে কাজ করছেন, প্রতিষ্ঠা করেছেন রাজনৈতিক কৌশল-এর ওপর নিবেদিত দুটো ম্যাগাজিন : পুরাল (১৯৭১-১৯৭৬) এবং ভেলটা (Vuelta), ১৯৭৬ সাল থেকে প্রকাশিত হয়ে আসছে। ১৯৮০-তে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেন। ১৯৮১-তে অর্জন করেন স্প্যানিশ ভাষাভাষী বিশ্বের সবচেয়ে মর্যাদাকর পুরস্কার ‘সারভেন্তেস অ্যাওয়ার্ড’ এবং ১৯৮২-তে আমেরিকার নিউস্টাডথ’ পুরস্কার। পাজ একজন কবি এবং বিশ্লেষক। আধুনিক যুগের গােপন ধর্মটি দিয়ে কবিতার গঠন- এই বিশ্বাসটির মাধ্যমে তাঁর কাব্যিক শরীর পুষ্টি সঞ্চয় করে। পাজের কবিতা ‘পােয়েমাস ১৯৩৫-১৯৭৫ (১৯৮১) এবং সংগৃহীত কবিতা' ১৯৫৭-১৯৮৭ (১৯৮৭)-তে গ্রন্থিত হয়। পাজ, বই আকারের নানাবিধ গবেষণা গ্রন্থ, কবিতা, সাহিত্য এবং শিল্পকলা বিষয়ক সমালােচনা; মেক্সিকোর ইতিহাস, রাজনীতি ও সংস্কৃতিসহ প্রচুর পরিমাণে প্রবন্ধ লিখেছেন। তিনি ১৯৮৯ সালে সাহিত্যে নােবেল পুরস্কার অর্জন করেন।।


লেখক সম্পর্কে বিস্তারিত পড়ুন →
বই সম্পর্কে কোন জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাদেরকে জানান
শেয়ার করুন

লেখকের অন্য বইসমূহ

প্রকাশকের অন্য বইসমূহ