ফ্ল্যাপে লেখা কিছু কথা
আব্দুল মান্নান সৈয়দের সাম্প্রতিক কবিতায় প্রেম শত শত শতজলঝরনার মতো ঝড়ে পড়ছে। এরই ফল তাঁর আগের দুটি কবিতাগ্রন্থ হে বন্ধুর বন্ধু হে প্রিয়তম এবং প্রেমের কবিতা। তারই ধারাবাহিকতায় এই হৈমন্তিক ফসল অঘ্রানের নীল দিন বইয়ের কবিতাগুচ্ছ। একটি ঘোরের মধ্যে রচিত এই কবিতাগুচ্ছ প্রেম একটি বোধ ও বোধিতে সমুত্তীর্ণ হয়েছে। আর তার মাত্রা হাজাররকম। মান্নান সৈয়দের কবিতায় তাঁর নিজস্ব স্বাক্ষর ও কণ্ঠস্বর দিনের আলোর মতো উচ্চারিত ও উদ্ভাসিত। পত্রপত্রিকায় এই বইয়ের গুচ্ছ গুচ্ছ কবিতা প্রকাশকালে পাঠকের স্বতস্ফূর্ত অভিনন্দনে প্লুত ও নন্দিত। কবির প্রকাশিত-অপ্রকাশিত নতুন কবিতাগুচ্ছ একত্রিত গ্রন্থন এই বই। এক সমারোহ। এক উৎসব। ভূমিকা
একটা ঘোরের মধ্যে এই কবিতাগুলো লেখা। এক অসুখের মধ্যে। অসুখ অবশ্য আমার চিরসঙ্গী। তবু এক অসুখতরের সমুদ্রে ডুবতে ডবুতে যে-লাইফবোটটি ধরে ভাসছি, তা এই কবিতা। অনেকদিন ধরে কবিতা আমর এরকমই। গভীর সমুদ্র, ভাঙা জাহাজ, লাইফবোট, দূরাস্তৃত আকাশ, আকাশে দুএকটি পাখি-এসবের সমান্তরাল। গদ্য আমার ডাঙা। ডাঙায় উঠতে পারলে বাঁচি। কিন্তু জীবনের কঠিন ও পিচ্ছিল বাস্তবতায় পা হড়কে মাঝে মাঝে জলস্রোতে পড়ে যাই। সাঁতার জানি না। এই কবিতাগুলো সাঁতার-না-জানা সেই মানুষটির চিহ্ন।
আবদুল মান্নান সৈয়দ