“ইক্লিপস্” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
বেলা ? পেছন থেকে ভেসে এলাে এডওয়ার্ডের নরম কণ্ঠ। সে দ্রুত আমাকে তার বাহুতে টেনে নিলাে এবং চুমাে খেলাে। তার চুমাে আমাকে ভয় পাইয়ে দেয়, টেনশনও বটে। প্রচণ্ড এক তীব্রতায় তার ঠোট আমার ঠোটকে ভাসিয়ে দিচ্ছিলাে যেনাে। সময় তার দ্রুত হাত গলিয়ে ফসকে যাচ্ছে…সিয়াটাল যখন একের পর এক রহস্যময় হত্যাকান্ডে। বিধ্বস্ত এবং ভয়ঙ্কর এক রক্তপিপাসু যখন প্রতিহিংসায় উন্মত্ত । তখন বেলা আবিষ্কার করে। বিপদ তার চারিদিকে। এই অবস্থার মাঝেই, বেলা বাধ্য হলাে এডওয়ার্ডের জন্য তার ভালােবাসা এবং জ্যাকবের সাথে তার বন্ধুত্ব দুটোর একটি বেছে নিতে -একথা জেনেও যে, তার এই সিদ্ধান্ত নরখাদক রক্তচোষা এবং নর নেকড়েদের মাঝের পুরনাে শক্রতাকে আবার প্রচণ্ডভাবে প্রজ্জ্বলিত করতে পারে। সামনে তার গাজুয়েশান। তাকে আরাে একটি সিদ্ধান্ত নিতে হবে- জীবন অথবা মৃত্যু। কিন্তু কোনটা কী?