এ গ্রন্থে সংকলিত প্রবন্ধগুলােতে সম্পূর্ণ ভিন্ন পরিবেশের ভিন্ন চরিত্রের এই দুটি সরকারের কার্যকালের নানা প্রসঙ্গ, মূল্যায়ন ও ইসু আলােচিত হয়েছে। উঠে এসেছে জনপ্রত্যাশা ও তার বাস্তবায়নের অগ্রগতি, ব্যর্থতা, সীমাবদ্ধতা ও করণীয় সম্পর্কে লেখকের নিজস্ব-ভাবনা। অনুসন্ধিৎসু পাঠক এসব নিবন্ধে দুটি সরকারের কর্মকাণ্ড সম্পর্কে গবেষণার জন্য প্রয়ােজনীয় অনেক তথ্য-উপাত্ত, বিশ্লেষণ ছাড়াও পাবেন বেশ কিছু আকর উপাদান। সময়ের আর্শিতে ধরা পড়বে দুই সরকারের কিছু কর্মকাণ্ডের চলচ্ছবি। বলাবাহুল্য এ গ্রন্থে দুই সরকারেরই সামগ্রিক মূল্যায়ন নয়, বিভিন্ন ইস্যুভিত্তিক প্রাসঙ্গিক কিছু চিন্তা-ভাবনার অভিব্যক্তি হয়তাে পাওয়া যাবে।