“বঙ্গবন্ধু হত্যাকাণ্ড প্রতিবাদের প্রথম বছর” বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫-এর ১৫ আগস্ট সপরিবারে নিহত হন। এই বর্বরােচিত হত্যাকাণ্ডের পটভূমি, তাৎক্ষণিক প্রতিক্রিয়া, খুনি মােশতাকের মন্ত্রিসভায় আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ, ছাত্রসমাজের প্রতিবাদ, কারাগারে চার জাতীয় নেতার হত্যাকাণ্ড, জাসদ ও গণবাহিনীর ভূমিকা এবং রাজনৈতিক মঞ্চে জিয়াউর রহমানের আবির্ভাব ইত্যাকার ঘটনাবলী, সক্রিয় প্রতিবাদ ও পর্যবেক্ষণের দালিলিক প্রমাণ হচ্ছে এই গ্রন্থ। বঙ্গবন্ধু হত্যাকাণ্ড : প্রতিবাদের প্রথম বছর গ্রন্থে কোনাে তত্ত্বকথা নেই। আছে লেখকদ্বয়ের প্রত্যক্ষ অভিজ্ঞতার সারাৎসার, বিভিন্ন রাজনৈতিক দল, ব্যক্তি ও গােষ্ঠীর তৎপরতার বিবরণ, মার্কিন যুক্তরাষ্ট্র, সিআইএ, পাকিস্তান ও চীনের ভূমিকা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিবাদী ভূমিকার সংক্ষিপ্ত দালিলিক বিবরণ। বর্ধিত কলেবরে প্রকাশিত নতুন সংস্করণটি আমাদের জাতীয় জীবনের একটি পর্বের ইতিহাসের আকর উপাদান হিসেবে গণ্য হবে।