ওপেনিং বোলারকে এমনিতেই সবাই ভয় পায়। কিন্তু মাসুদ ভয় পায় বলে মনে হয় না। তার দ্বিতীয় বোলেই ছক্কা! পাঁচ বোলে পাঁচ ছক্কা। ফার্স্ট বোলারকেও প্যাকেট! ম্যাচ জিতে যায় রামেন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়। খবরটা শুনে রামেন্দ্র মডেলের প্রধান শিক্ষকের মাথা ছক্কর মেরে উঠে। ঘুরে পড়ে যান। অন্যদিকে মাঠেই সেন্স হারিয়ে ফেলেন রামেন্দ্র মডেলের স্পোর্টস টিচার। আর মাসুদকে ঘিরে শুরু হয় আনন্দ মিছিল। হেরো দলের অধিনায়ক এসে মাসুদের কাঁধে হাত রেখে বলে, ‘অ্যাই মাসুদ, তোকে এই রকেট শর্ট কে শিখালো রে?’ মাসুদ তার কথায় কান না দিয়ে বাসার পথ ধরে। বিকেলে তাকে আবার মাঠে নামতে হবে। ওল্ড বয়েজ ক্লাবের হয়ে।
মাসুদের গল্প ছাড়া আরো ছয়টি গল্পে সাজানো হয়েছে বইটি। পড়া শুরু করলেই বুঝবে গল্পগুলোর ব্যাতিক্রমতাটা কোথায়!