কথা উপকথা

৳ 170.00

লেখক হাবিব আনিসুর রহমান
প্রকাশক নান্দনিক
আইএসবিএন
(ISBN)
9789849152149
ভাষা বাংলা
পৃষ্ঠার সংখ্যা ১৭০
সংস্কার 1st Published, 2015
দেশ বাংলাদেশ

মৌমিতা উর্বশী শিলা ঢাকার একটা সুপার শপের সেলস গার্ল। প্রতিদিন সকালে রাস্তায় গিয়ে দাঁড়াতে হয় বাস ধরার জন্যে। কাধে ঝােলানাে ব্যাগের ভেতর থাকে একান্ত ব্যক্তিগত টুকিটাকি জিনিস। সুগন্ধী, লিপস্টিক, দুপুরের টিফিন আর এটাওটা। ভিড় ঠেলে বাসে ওঠে । বসার জায়গা পায় না তার ওপর রাস্তায় যানজট। দেড়ঘন্টা দুঘন্টা দাড়িয়ে থাকতে হয়। দুঃখ কষ্ট ওদের নিত্যসঙ্গী হলেও একদিন মেয়েগুলাে নিজেদের আবিষ্কার করে অন্য এক কাপে- ওরা ভীষণ সুন্দরী।
সুপার শপের মালিক ভিপি জগলু তার স্কুলজীবনের শিক্ষক অবসর নেওয়া হাসান আবদুল্লাহকে তার সুপার শপের ব্যবস্থাপকের দায়িত্ব নিতে বললে আবদুল্লাহ রাজি হয়ে যান। একটা চাকরির খুব প্রয়ােজন ছিলাে আবদুল্লাহর। কিন্তু তরুণী সেলস গার্লদের রহস্যময় আচরণে নানান প্রশ্নের মুখােমুখি দাঁড়িয়ে যান হাসান আবদুল্লাহ।
সুপার শপের মালিক ভিপি জগলু তরতর করে উঠে যেতে চায় শীর্ষে। সুন্দরী মৌমিতা উর্বশী শিলাদের সাথে জড়িয়ে যায় আবীর শুভ আর সলােমন চৌধুরীদের জীবন। এদের সবার বিপরীতে আছে একজন বুদ্ধি প্রতিবন্ধী তরুণী যার নাম মৌটুসি। সহজ সরল অকপট মৌটুসি, সে মৌমিতার বড় বােন। দু’বােনের দুরকম জীবন। এইসব মানুষগুলাের জীবন নিয়ে অসাধারণ এক উপন্যাসকথা উপকথা।

জন্ম ৬ জানুয়ারি ১৯৫৪ সাল, মেহেরপুরে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তারপর গবেষণাকর্মে আত্মনিয়ােগ করেন। ১৯৭৯ সালে পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষকতায় যােগদান করেন ।। দীর্ঘ ১০ বছর চট্টগ্রাম কলেজে ইতিহাসের প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে যথাক্রমে কুষ্টিয়া সরকারি কলেজ ও যশাের সরকারি এম এম কলেজে অধ্যাপনা করেন। ২০০৫ সালে প্রফেসর পদে পদোন্নতি পান। স্বেচ্ছাবসর নেওয়ার পর ঢাকায় বসবাস। শুরু করেন লেখালেখির সঙ্গে ঘরসংসার । প্রচুর লিখে চলেছেন। তার প্রকাশিত গ্রন্থগুলাে: গুলেনবারি সিনড্রোম ও অন্যান্য গল্প; অষ্টনাগ ষােলচিতি; পােড়ামাটির জিলাপি ও অন্যান্য গল্প; পক্ষি ও সারমেয় সমাচার। (উপন্যাস); পুষ্পরাজ সাহা লেন (উপন্যাস, শিখা। প্রকাশনী); আমাদের নতিপােতা গ্রামের ইতিহাস। (উপন্যাস); নেফারতিতি (উপন্যাস); কথা। উপকথা (উপন্যাস); রৌদ্র ও ত্রাতাগণ (মুক্তিযুদ্ধের উপন্যাস); বন্দিভুতের ফন্দি (কিশােরদের গল্প) ও। ছােটকু মােটকু (কিশােরদের গল্প)। হাবিব আনিসুর রহমান তার লেখায় একই সঙ্গে শােষণে শাসনে পর্যদস্ত গ্রামের প্রান্তিক জনগােষ্ঠীর। 'পােড়খাওয়া জীবন এবং পুঁজির ঔরসজাত কদর্যে। ভরা অসুস্থ উন্মাদ নাগরিক জীবনের ছবি এঁকে যান স্বেচ্ছায়, নিজ দায়িত্নে; তৈরি করেন অন্য এক। ভুবন যেখানে স্পষ্ট হয়ে ওঠে মানুষের জীবনের। প্রকৃত চিত্র। লেখালেখির জন্যে তিনি ২০১১ সালে। ‘জীবননগর সাহিত্য পরিষদ সম্মাননা' এবং ২০১৫। সালে ‘কাঙাল হরিনাথ মজুমদার’ পদকে ভূষিত। হন। তিনি ভালােবাসেন বই পড়তে, লিখতে আর। 'সেতার শুনতে। সময় পেলে মুভি দেখেন।


লেখক সম্পর্কে বিস্তারিত পড়ুন →
বই সম্পর্কে কোন জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাদেরকে জানান
শেয়ার করুন

লেখকের অন্য বইসমূহ

প্রকাশকের অন্য বইসমূহ