মৌমিতা উর্বশী শিলা ঢাকার একটা সুপার শপের সেলস গার্ল। প্রতিদিন সকালে রাস্তায় গিয়ে দাঁড়াতে হয় বাস ধরার জন্যে। কাধে ঝােলানাে ব্যাগের ভেতর থাকে একান্ত ব্যক্তিগত টুকিটাকি জিনিস। সুগন্ধী, লিপস্টিক, দুপুরের টিফিন আর এটাওটা। ভিড় ঠেলে বাসে ওঠে । বসার জায়গা পায় না তার ওপর রাস্তায় যানজট। দেড়ঘন্টা দুঘন্টা দাড়িয়ে থাকতে হয়। দুঃখ কষ্ট ওদের নিত্যসঙ্গী হলেও একদিন মেয়েগুলাে নিজেদের আবিষ্কার করে অন্য এক কাপে- ওরা ভীষণ সুন্দরী।
সুপার শপের মালিক ভিপি জগলু তার স্কুলজীবনের শিক্ষক অবসর নেওয়া হাসান আবদুল্লাহকে তার সুপার শপের ব্যবস্থাপকের দায়িত্ব নিতে বললে আবদুল্লাহ রাজি হয়ে যান। একটা চাকরির খুব প্রয়ােজন ছিলাে আবদুল্লাহর। কিন্তু তরুণী সেলস গার্লদের রহস্যময় আচরণে নানান প্রশ্নের মুখােমুখি দাঁড়িয়ে যান হাসান আবদুল্লাহ।
সুপার শপের মালিক ভিপি জগলু তরতর করে উঠে যেতে চায় শীর্ষে। সুন্দরী মৌমিতা উর্বশী শিলাদের সাথে জড়িয়ে যায় আবীর শুভ আর সলােমন চৌধুরীদের জীবন। এদের সবার বিপরীতে আছে একজন বুদ্ধি প্রতিবন্ধী তরুণী যার নাম মৌটুসি। সহজ সরল অকপট মৌটুসি, সে মৌমিতার বড় বােন। দু’বােনের দুরকম জীবন। এইসব মানুষগুলাের জীবন নিয়ে অসাধারণ এক উপন্যাসকথা উপকথা।