মাতৃভাষায় বৈশ্বিক জ্ঞানের এক নির্বাচিত ভাণ্ডার নিয়ে এই জ্ঞান ও সভ্যতা গ্রন্থমালা’। কিশাের-কিশােরী, তরুণ-তরুণী এবং সাধারণ উসুক পাঠককে সিন্ধু সভ্যতার সাথে পরিচয় করিয়ে দেওয়া এই বইয়ের উদ্দেশ্য। ড. ফারসীম মান্নান মােহাম্মদী একজন বিজ্ঞান-লেখক, গবেষক, প্রাবন্ধিক ও বিজ্ঞান-সংগঠক। বর্তমানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সহযােগী অধ্যাপক।