“বধূ কোন আলো” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
চলচ্চিত্র জগতের শীর্ষ নায়িকা সাবরিনা । শীর্ষ অবস্থান ধরে রাখার জন্য বিচিত্র সব মানুষের সাথে যােগাযােগ রাখতে হয় তাকে। আবার কারাে সাথে অন্যরকম সম্পর্ক। অন্যদিকে ষাট বছর বয়সী অবসরপ্রাপ্ত মহসীন সাহেব ও তার সাংবাদিক ছেলের সাথে ঘটনাক্রমে সাবরিনার পরিচয় ঘটে। মধ্যবিত্তের সাধারণ জীবন আর একজন চলচ্চিত্রের নতুন এবং শীর্ষ নায়িকার জীবনের সঙ্গতি, অসঙ্গতি, সামাজিক টানাপােড়েনের টুকরাে টুকরাে চিত্র নিয়ে ‘বধূ কোন আলাে’ উপন্যাস।