“আমি কান পেতে রই” বইয়ের ফ্ল্যাপের লেখা:
মধ্যবিত্ত মানসিকতার এক যুবক আনিস হঠাৎ করেই কানাডার ভিসা পেয়ে যায় । গ্রামে বসবাসকারী একমাত্র বৃদ্ধ বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে স্ত্রী আর সন্তানকে ভিনদেশে নিয়ে যাবার চেষ্টায় মেতে ওঠে আনিস। এরই মধ্যে উচ্চাভিলাষী স্ত্রী রিমি ঘটনাচক্রে তারই বন্ধু ও কলিগের সাথে বিদেশে পাড়ি দেন। এদিকে নিজের দেশের প্রতি বাবার তীব্র ভালােবাসা, সন্তানের বিদেশের প্রতি অনাগ্রহ আর আনিসের প্রতি নিজের গ্রামের বয়ােজ্যেষ্ঠদের ভালােবাসা তাকে নতুন ভাবনার খােরাক দেয়। একমাত্র সন্তানকে নিয়ে একা একা এরকম ক্রাইসিসে আনিসের নতুন গন্তব্যের যাত্রাপথই এ উপন্যাসের উপজীব্য।