“রক যাত্রা” বইটি সম্পর্কে কিছু কথা:
বাংলাদেশে ব্যান্ড মিউজিকের আবির্ভাব সেই ষাটের দশকের গােড়া থেকেই। মুক্তিযুদ্ধের পূর্বে ব্যান্ডগুলাে কিভাবে শুরু হল, সেই গল্প থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে তাদের নতুন করে জেগে ওঠার গল্প, আশির দশকে ব্যান্ড মিউজিকের উত্থান আর নব্বইয়ের স্বর্ণযুগ; এসবই স্থান পেয়েছে এই উপন্যাসটিতে। পাশাপাশি থাকছে এক কিশাের শ্রোতার সংগীতজগতের খুব কাছাকাছি থেকে বেড়ে ওঠার গল্প। এসব কিছুকেই কেন্দ্র করে “রক যাত্রা”।