“গানের মিলন” বইটির সম্পর্কে কিছু কথা:
পরিবর্তনশীল সঙ্গীতের ধারার কালের। সাক্ষী হিসেবে এবার মিলন পাড়ি দেয়। এক যুগ থেকে অন্য যুগে। আবার কখনাে সুরের শিকড়ের খোঁজে শত বছর আগে। গানপাগল এই কিশাের। নিজেই যেন গড়ে নিয়েছে এক ভুবন, অন্য এক গানের জগত। সুরের এই যাত্রায়, মিলন গানের জগতের বিশেষ কিছু সময়, ঘটনা আশ্চর্য উপায়ে। উপলব্ধি করে। গানের মিলনের এক আশ্চর্য সুরেলা গল্প!