ফুলেল সৌরভে মেঘলা নূপুর পায়ে সূর্যাস্তের রাজ্য ধরে আলতো পথে হেঁটে যায় নীলাম্বরী। মায়ার একেকটা বুননে সেখানে ভিড় করে হরেক রং। তীব্র এক মায়ার ইন্দ্রজালে, জিরা ফুলের হাজার শাখে, মখমলের কোমলে ভাবনার সরল প্রতিচ্ছবি হারিয়ে যায় বিভ্রমের বেড়াজালে। আনন্দ, বেদনা, হাহাকারের এলোমেলো সেই ভাবনাগুলো হিরণ্য জলের গল্প হয়ে উঠে আসে পঙ্ক্তিমালায়। উৎসারিত এই পঙ্ক্তিমালায় পাঠক যদি খুঁজে পান নিজের মনের প্রতিচ্ছায়া, তবে সেইটুকু হবে সুখপ্রাপ্তি আমার; কবি নামের জপমালা আমার অন্বিষ্ট নয়।