জীবনের ফেলে আসা অতীত গল্প শোনায় স্নিগ্ধ বিকালের মতো; যেখানে সূর্যের আলো ঝরে পড়ে সোনালি বৃষ্টির কণা হয়ে। জীবনের মুখোমুখি দাঁড়িয়ে মনে হয় ঠিক আবার এখান থেকে নতুন করে যদি শুরু করা যেত! ওপারের নিঃশ্বাস ভারী হয়ে উড়ে আসে এপারের প্রশ্বাস হয়ে। আমি কান পাতি। প্রশ্বাসের সাথে সাথে গ্রহণ করি তীব্র এক বিশ্বাস। জীবন সে তো এক উদ্দীপ্ত, আলোকিত অভিযান। সময়ের দিক বদলে এঁকে দেয় সফলতা। এঁকে দেয় অব্যক্ত হৃদয়ের কথা। এঁকে দেয় বন্ধুত্বের বন্ধন। এঁকে দেয় ভাঙন-গড়নের মধ্যকার দুর্ভর স্মৃতির এক স্বচ্ছ ব্যাকরণ। ব্যথা, আনন্দ আর সুখী জীবনের ছোট ছোট কিছু গল্প নিয়ে ‘সেফটি পিনে’র এই স্বল্প আয়োজন।