“দুর্বিপাকের ঘূর্ণি” বইয়ের ফ্যাপের লেখা:
মানুষের জীবননগরের প্রতিটি স্তর প্রতিকূলতা আর বিষ্ময়ে ঠাসা। জাবেদ আর তার ছয় সন্তানকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে উপন্যাসের কাহিনি। একটা একচোখা খেলনা দৈত্য তার সন্তানদের জীবনের স্বপ্নগুলােকে নিমিষেই দুঃস্বপ্নে পরিণত করে। একটি সামান্য খেলনা যেমন বড় ছেলে বাদশাকে ধীরে ধীরে দানবে পরিণত করে, তেমনিভাবে একটি আসল পিস্তল দ্বিতীয় সন্তানকে বানায় মহানায়ক। গল্পের পটভূমিতে এত বিচিত্র রূপে বৈপরীত্ব তুলে ধরতে লেখক প্রতিটি ঘটনায় বাস্তবিক অর্থেই খেলেছেন জুয়া। একদিকে কৃষকজীবন, অন্যদিকে জীবনবিহীন জীবন। ছােটছেলে খেলার মাঠে হাফ সেঞ্চুরি করতে না পারলেও কয়েকটি ছেলেকে পিটিয়ে সেঞ্চুরির স্বাদ আহরণ করে। অন্যদিকে আরেক ছেলে নবাবের। জীবন ধাবিত হতে চলেছে অভিশপ্ত পথে। তাদের জীবনপথে দুর্বিপাকের এই ঘূর্ণি তবে কি অন্তহীন?