“স্মৃতিপটে গুণীজন” বইয়ের সংক্ষিপ্ত কথা:
বইটিতে লেখিকা উপস্থাপন করেছেন তার দেখা এবং যানা এমন কিছু গুনীজনের কথা যাদের সান্নীদ্ধ্যে ছিলেন তিনি । তিনি উপলব্ধি করেছেন তাদের অন্তর্লেোক। সই সকল গুনীজনদের স্মৃতি চানণ করেছেন এই বইতে। বইটিতে ২৫ টি অধ্যায়ে ১৯ জন মানুষের কথা তুলে ধরেছেন। লেখিকার পিতা কাজী মােতাহার হােসেন সহ শিক্ষক, শিল্পী, রাজনীতিবিদ এবং সমাজ সেবক এমন কিছূ মানুয়ের কথা উলেখ্য। যাদের সান্নীদ্ধ্যের কথা এই বইটিতে লেখিকা স্নজীদা খাতুন লেখেছেন তারা হলেন-
সুফিয়া কামাল, পঙ্কজকুমার মল্লিক, দেব্রত বিশ্বাস, আব্দুল আহাদ, সােহরাব ভাই, সােহরাব হােসেন, ফিরােজা বেগম, রামকানাই দাশ, মুস্তাফা, নীলুফার, মমতাজ আলী খান, মৃদুলকান্তি চক্রবর্তী, যন্ত্রী সুবল, আলমাস, কামরুল ভাই, আহমেদুর রহমান, রনেশদা সত্যেনদার কথা, সত্যেন সেন