“১৯৭১ বিচ্ছু বাহিনী” বইয়ের সংক্ষিপ্ত কথা:
আশিক মুস্তাফা এগারােজন কিশাের-কিশােরীকে নিয়ে রচনা করেছে সংকলন গ্রন্থ “বিচ্ছুবাহিনী। তারা সবাই মুক্তিযুদ্ধে সাহসী অংশগ্রহণের জন্য বাংলাদেশ সরকারের কাছ থেকে পেয়েছেন ‘বীরপ্রতীক খেতাব। চমৎকার মুন্সীয়ানায় এগারােজন কিশাের মুক্তিযােদ্ধার যুদ্ধে অংশগ্রহণের সাহসী কথা বর্ণনা করেছে আশিক। তাঁদের নিয়ে রচিত ঘটনা যুদ্ধ-দিনের গল্প মাত্র নয়; বাস্তব বিবরণে দেশপ্রেম, স্বাধীনতার স্বপ্ন ফুটে উঠেছে সুন্দর উপস্থাপনায়। বাড়তি কথা নেই। যেটুকু বলা দরকার সেটুকুই বলেছে আশিক। গদ্যের নান্দনিক স্নিগ্ধতা পাঠক-অন্তর ছুঁয়ে যায়। কিশােরবেলার তারুণ্য কত যে সাহসের চিত্র হতে পারে বাংলাদেশের মুক্তিযুদ্ধ তার উজ্জ্বল ছবি।