“সাদা মেঘে ওড়াই মৌনতা” বইয়ের ফ্ল্যাপের লেখা:
একুশের মাসব্যাপী বই মেলা এখন সমাপ্তির পথে। কিন্তু এখনও আমাদের লেখক-কবিরা লিখে চলেছেন। প্রকাশকরা বই প্রকাশ করে চলেছেন। পাঠক মেলা থেকে বই কিনে চলেছেন। বিশ্বের গ্রন্থজগতের জন্য এর চেয়ে আনন্দ সংবাদ আর কী হতে পারে? কবি মােস্তফা সােহেল আসছেন তার তৃতীয় কাব্যগ্রন্থ নিয়ে। তার কাব্যগ্রন্থের নাম রেখেছেনসাদা মেঘে ওড়াই মৌনতা। বাহ! চমত্তার নামটি। কবিতাগুলােও সুখপাঠ্য। আমি কবিকে স্বাগত জানাই। শুভেচ্ছা ও অভিনন্দন।
নির্মলেন্দু গুণ